দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার
- By Jamini Roy --
- 15 January, 2025
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে রাজধানী সিউলে তার ব্যক্তিগত বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার পুলিশ ও দুর্নীতিবিরোধী তদন্তকারী কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
ইউন সুক ইওলের গ্রেফতারের আগে ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। তার বাসভবন প্রাঙ্গণে নিরাপত্তাকর্মী ও সমর্থকদের বাধার মুখে পড়ে তদন্তকারীরা। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও আলোচনার পর তদন্তকারীরা গ্রেফতার অভিযান সম্পন্ন করেন। এই অভিযানে অংশ নেয় ৩০০ পুলিশ সদস্য ও দুর্নীতি দমন সংস্থার একটি বিশেষ দল।
গ্রেফতারের প্রক্রিয়া ছিল দীর্ঘ। এর আগেও একবার ইউনকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছিল। তবে সেই সময় প্রচেষ্টা ব্যর্থ হয়। দ্বিতীয়বারের প্রচেষ্টায় তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
ইউন সুক ইওল গত ৩ ডিসেম্বর একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে সামরিক আইন জারি করেন। তার এই সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ায় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ব্যাপক প্রতিবাদ ও আন্তর্জাতিক চাপের মুখে তিনি মাত্র ছয় ঘণ্টার মাথায় সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন।
এরপর ১৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গৃহীত হয়। রাষ্ট্রদ্রোহ, ক্ষমতার অপব্যবহার, ও দুর্নীতিসহ বিভিন্ন গুরুতর অভিযোগে তাকে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইউনের বিরুদ্ধে তদন্ত চলাকালীন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু আদালতে হাজির হতে তিনি বারবার অস্বীকৃতি জানান। তার এই আচরণের কারণে ৩১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
পুলিশ ও দুর্নীতিবিরোধী সংস্থার সমন্বিত প্রচেষ্টায় অবশেষে ইউন সুক ইওলকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হলে তিনি কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন।